পূর্ব বাকলিয়া চসিক গার্লস হাইস্কুলে পুরস্কার বিতরণী

161

সম্প্রতি নগরীর পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বলেন, পাঠক্রমিক ও সহপাঠক্রমিকের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। একজন শিক্ষার্থী মেধা ও মননে তখনই পুর্ণতা অর্জন করতে পারে যখন সেই পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহপাঠক্রমিক ও সাধারণ জ্ঞান অর্জনে মনোনিবেশ করে। প্রতিষ্ঠানে গভর্নিংবডির সদস্য আলহাজ আবদুল করিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া। সভায় অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ, আনন্দ গ্রæফের চেয়ারম্যান আলহাজ মো. ইউসুফ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ, গভর্নিংবডির সদস্য কাজি শাহীনা সুলতানা, আলহাজ এয়ার মোহাম্মদ মুন্সি প্রমূখ। কলেজের বাংলা বিভাগের প্রভাষক টিংকু চক্রবর্ত্তী, শিক্ষক প্রতিনিধি আসেফুর রহমান ফারুকী ও সহকারী শিক্ষক শাহিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহাম্মদ আবু তালেব বেলাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য। সভায় নবীন ও বিদায়ী শিক্ষার্থীদেও মানপত্র, স্মারক উপহার ও ফুর দিয়ে বরণ ও বিদায দেয়া হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি