পূর্বা’র শরৎ উৎসব

26

শরৎ মানে আকাশে সাদা মেঘের ভেলা, নদীর তীরে কাশফুল আর বাঙালি হৃদয়ে উৎসবের আমেজ। যান্ত্রিক জীবনে শরতের ছোঁয়া দিতে আশ্বিনের শেষ দিনে বাংলাদেশ এবং ভারতের শিল্পীদের অংশগ্রহণে পূর্বা অনলাইনে আয়োজন করে অমৃতবর্ষিনী শরৎ উৎসব। উৎসবের উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান। পূর্বা’র উপদেষ্টা খন রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় শরতের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণ গ্রন্থাগার অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক এ এইচ এম কামারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী। কথামালা পর্ব শেষে একে একে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের শুভাগত চৌধুরী, তিষণ সেনগুপ্ত, জান্নাতুল ফেরদৌস অপ্সরা, পিংকি দাশ, তুলতুল চৌধুরী, ভারতের কাবেরী ঘোষ, শিল্পশ্রী তরফদার, জয়ন্ত চক্রবর্তী, পম্পি মন্ডল, সত্যম ড্যান্স গ্রুপ, মধুরিমা মুখার্জী, ঈশানী চক্রবর্তী, রিয়াশা সাহা, শুভার্থী মন্ডল সহ দুই বাংলার মোট ত্রিশ জন শিল্পী। বিজ্ঞপ্তি