পূর্বদেশ কার্যালয়ে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত

49

ভোটকেন্দ্রে সেনাবাহিনীর অফিসার নিয়োগ, প্রিসাইডিং অফিসারের সংরক্ষিত ৫ শতাংশ ভোট এক শতাংশে নিয়ে আসা, বহিরাগত ঠেকাতে ভোটারদের হাতে এনআইডি কার্ড রাখা এবং টানা ছুটির কারণে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গতকাল রোববার রাত দশটার দিকে দৈনিক পূর্বদেশ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এসব দাবির কথা জানান। এ সময় তিনি দৈনিক পূর্বদেশ কার্যালয়ে কর্মরত সাংবাদিক, কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপির মেয়র প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা শুরু থেকেই একজন সেনা অফিসারের তত্ত¡াবধানে ভোটকেন্দ্র রাখার কথা বলে আসছি। একজন সেনা অফিসার যদি ভোটকেন্দ্রে থাকেন তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এজেন্টদের বের করে দেয়ার মত অবস্থার সৃষ্টি হবে না। যথাযথ ক্ষমতা দিয়ে কেন্দ্রে সেনা কর্মকর্তা নিয়োগ দিতে হবে।
তিনি বলেন, ইভিএমে প্রিসাইডিং কর্মকর্তার কাছে পাঁচ শতাংশ ভোট সংরক্ষিত থাকে। এটা অনেক বড় একটা সংখ্যা। নির্বাচনে এক লাখ ভোট প্রিসাইডিং কর্মকর্তার হাতে থাকবে। এটা অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। এটা বাদ দেয়ার কথা বলেছি। যদি রাখতেও হয়, তাহলে সেটা এক শতাংশের বেশি যেন না হয়।
ডা. শাহাদাত বলেন, ভোটকেন্দ্রে বহিরাগতদের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। এই বহিরাগত ঠেকাতে এনআইডি কার্ড হাতে রাখা বাধ্যতামূলক করতে হবে। এতে বহিরাগত হলে সেটা সহজে চেনা যাবে।
এ সময় ডা. শাহাদাতের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, এড. বদরুল আলম, সহ-সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী মারুফুল হক প্রমুখ।