পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে ফরিদ মাহমুদের মতিবিনিময়

29

নগরীর একটি কমিউনিটি হলে ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী-পাঁচলাইশ-পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজনীতিক ফরিদ মাহমুদ। সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। ডবলমুরিং পূজা পরিষদের নেতা দেওয়ানেশ্বরী কালী মন্দিরের সভাপতি তমাল চৌধুরীর সভাপতিত্বে হালিশহর পূজা পরিষদ বিজন কান্তি নাথ, সাধন শীল ও সুজিত কুমার দাশ’র পরিচালনা উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, ক্রীড়া সংগঠক পলাশ খাস্তগীর, যুবনেতা আশরাফুল গণি, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, ইয়াছিন ভূইয়া। থানা পূজা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে ষ্টালিং দে, বাবলু দাশ, শ্যামল কুমার দাশ, লিটন দেবনাথ, সুজন মহাজন টুটুল, মতিলাল নাথ, কানুরাম আচার্য, অভি বৈদ্য, প্রদীপ কুমার শীল, তাপস কান্তি দত্ত, শ্রী সজল দাশ, জনি সেন, অনিক চৌধুরী বাপ্পী, স্বদেশ ভট্টাচার্য মুন্না, শ্যামল মজুমদার, নিখিল দে, সুমন চন্দ্র দেবনাথ, সাজু দাশ, বিধান দাশ, রূপক খাস্তগীর, দুলাল দাশ, বিপ্লব আইচ বাবু, বিটু ধর, অমর ধর, সুমন ধর, সুমন বাহাদুর, সমর দাশ, মিঠু সেন, সুভাষ চন্দ্র দাশ, প্রকাশ ঘোষ, বাবুল দাশ বাবু, খোকন দাশ, রূপন শীল, প্রদীপ কুমার সুশীল, জোসেফ বৈদ্য মুন্না, অভি বৈদ্য, শ্রী সান্টু বোস, রুবেল দেব, দীপন সেন। বিভিন্ন পূজামÐপগুলো হল-নন্দন মহজান বাড়ী পূজা পরিষদ, গীতা মন্দির কমপ্লেক্স, অমূল্য সওদাগর বাড়ী পূজা পরিষদ, গীতা সংঘ পূজা পরিষদ, ভোলানাথ কুঠির পূজা পরিষদ, মহামায়া পূজা পরিষদ, জুয়েল ক্লাব পূজা পরিষদ, শ্রীশ্রী দুর্গামন্দির পূজা পরিষদ, কালীমাতা ঠাকুরানী মন্দির পূজা পরিষদ, হরি মন্দির পূজা পরিষদ, ফ্যায়ারী মোহন পূজা পরিষদ, বণিক পাড়া পূজা পরিষদ, নাথ পাড়া পূজা পরিষদ, শীল পাড়া পূজা পরিষদ, দেবেন্দ্রে মাষ্টার বাড়ী পূজা পরিষদ, বিশ্বাস পাড়া পূজা পরিষদ, ল²ী মহাজন বাড়ী পূজা পরিষদ, দেওয়ানেশ্বরী কালী মন্দির পূজা পরিষদ, একাতা গোষ্ঠী পূজা পরিষদ, মোগলটুলী পূজা পরিষদসহ বিভিন্ন পূজা পরিষদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি