পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ

71

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম : গত ২৫ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম হাটহাজারীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মনজরুল আলম, অলক মহাজন, হাটহাজারী পূজা পরিষদ সভাপতি অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক রিমন মুহুরী, মাস্টার পরিমল কান্তি দে, দুর্গাপদ নাথ, রণজিত চক্রবর্তী, বিজয় দত্ত, লিটন ভট্টাচার্য, সুজন তালুকদার, বিশ্বনাথ চৌধুরী, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, পলাশ দে, কৃষ্ণ বণিক, বিপুল বণিত, তপন গোম্বামী, কাজল শীল, নির্মল নাথ, কল্যণ পাল, সঞ্জয় ঘোষ, পঙ্কজ হাজারী, সৌমেন চৌধুরী রাজু, রতন ধর, সৌমেন ঘোষ প্রমুখ।
রাউজান ঢেউয়াপাড়া উদযাচল সংসদ : রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া উদযাচল সংসদ দুর্গা পূজার বিজয়া সম্মিলনী সোমবার অপরাজিতা সেবাশ্রম মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আসন্ন পৌরসভার মেয়র প্রার্থী ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক প্রদীপ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সুমন দে, অশোক পালিত, টিপু দে, উদযাচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, তপন দে, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, উজ্জ্বল চক্রবর্তী, যুবলীগ নেতা আবু ছালেক, ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।
ফটিকছড়ি হাইদচকিয়া সার্বজনীন সূর্যগিরি আশ্রম পূজা উদ্যাপন পরিষদ : মহাসপ্তমী তিথিতে ফটিকছড়ি হাইদচকিয়া সার্বজনীন সূর্যগিরি আশ্রম পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে গত ২৩ অক্টোবর পুরস্কার বিতরণ, বস্ত্র দান, আলোচনা সভা সংগঠনের সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি অমৃতলাল দে। প্রধান বক্তা ছিলেন একে জাহেদ চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন পূজা উদ্যাপন পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ-সভাপতি শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক মাস্টার শিবু দাশ, পূজা উদ্যাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার সাবেক সভাপতি, সমাজসেবক সুমন কুমার বণিক, শ্রী দক্ষিণেশ্বরী মাতৃশক্তি কালী মন্দিরের অধ্যক্ষ শ্রীমান পন্ডিত অরুপ আচার্য্য, সেবায়েত জ্যোতিষী অনুপ আচার্য্য, বিপ্লব পাল চৌধুরী, পরিমল দাশ, ছোটন দাশ, অনিল নাথ, উজ্জ্বল ভৌমিক, খোরশেদুল ইসলাম খোরশেদ, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আজগর সুমন, জয় আচার্য প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, পূজা উদ্যাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার নব-নির্বাচিত সভাপতি মাস্টার আশীস চক্রবর্তী, সাধারণ সম্পাদক আদিত্য সৈকত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের অধ্যক্ষ ডা. অর্চনা রানী আচার্য, সঙ্গীতা শীল ও সুব্রত আচার্য। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কৃষ্ণাকলি আচার্য।
আনোয়ারা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমীতে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাথে আনোয়ারা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, আনোয়ারা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ এবং চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা পূজা পরিষদের সন্মানিত সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার, আনোয়ারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, আনোয়ারা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, রামলাল দেবনাথ, কাজল বোষ, জোটন মজুমদার, দীপুদত্ত, রিটন নাথ বাবু, রনি বল, পীযুষ দত্ত, অনুপম দত্ত প্রমুখ।
পুলিশ সুপার সবার সাথে কৌশল বিনিময়সহ আনোয়ারা আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আনোয়ারা পূজা পরিষদের সমস্ত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
হাটহাজারী : হাটহাজারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর ব্রজধাম পূজামন্ডপে বস্ত্রবিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সাধারণ সাংবাদিক বাবলু দাশ। ব্রজধাম স্মৃতি সংসদের সভাপতি বিধান বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন মহাজন। পরিষদের যুগ্ম সম্পাদক ছোটন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহ- সভাপতি তপন পাল ও শিবু দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সব ধর্মের মূল উদ্দেশ্য শান্তি। বিজ্ঞপ্তি