পুসকাস অ্যাওয়ার্ডে মনোনীত মেসি

36

ব্যক্তিগত সম্ভাব্য প্রায় সকল শিরোপাই রয়েছে লিওনেল মেসির ব্যক্তিগত জাদুঘরে। পাঁচ বারের ব্যালন ডি অর জয়ীর জাদুঘরে এখনো অধরা হয়ে থেকে গেছে বছরের সেরা গোলের তকমার শিরোপা অর্থাৎ পুসকাস অ্যাওয়ার্ডের শিরোপা। আর এবার সেই শিরোপার দিকেই নজর লিও মেসির। প্রতি বছরের সেরা গোলের স্বীকৃতি দিতে ফিফার আয়োজন পুসকাস এওয়ার্ড। হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের নামানুসারে এই অ্যাওয়ার্ডের নামকরণ। বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি এর আগেও এই অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে মনোনয়ন পেলেও জেতা হয়নি একবারও। এবারও সেই তালিকায় লিওনেল মেসির সাথে আছে আরও ৯ ফুটবলারের গোল। মেসির সাথে সেরা দশ গোলের তালিকায় আছেন সাবেক ক্লাব সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচও। রিয়াল বেতিসের বিপক্ষে ১৭ মার্চ ২০১৯ এ ডি বক্সের বাম পাশ থেকে চিপ করে জালে জড়ানো গোলটিই মনোনয়ন পেয়েছে সেরা দশে। ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের লড়াইয়ে সেই গোলটিই জায়গা পেয়েছে। এ নিয়ে সাতবার অ্যাওয়ার্ডটির মনোনয়ন পেলেও এখনও পর্যন্ত জেতা হয়নি পুরস্কারটি।