পুরুষশাসিত সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে

100

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত বলেছেন, সমাজের এক অবিচ্ছেদ্য অংশ মাতৃজাতি। পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় নারীকে নিয়ে সকলের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। আমাদের মনে রাখতে হবে মেয়েরাও মানুষ। গীমাস নারী জাগরণে অসাধারণ ভূমিকা পালন করছে। গত ১৪ ফেব্রূয়ারি শুক্রবার সকালে গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর চেরাগী পাহাড়স্থ আজাদী অডিটরিয়ামে আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গীমাস সভাপতি রূপনা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শিবু প্রসাদ প্রদত্ত। সংবর্ধিত অতিথিরা হলেন- অধ্যক্ষ সুলেখা পাল, বরিশাল জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, ডা. পূর্বাশা দাশ, প্রধান শিক্ষক ছন্দা দত্ত, সংগঠক তপন কান্তি ধর, সংগঠক রূপন কান্তি দাশগুপ্ত, সংগঠক কাঞ্চন আচার্য্য, বাচিক শিল্পী আঁখি মজুমদার, কণ্ঠশিল্পী চৈতী মুৎসুদ্দী ও প্রকৌশলী শাপলা দেওয়ানজী। বিশেষ অতিথি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কথক দাশ, ডা. অঞ্জন কুমার দাশ, অ্যাড. প্রদীপ চৌধুরী, শিমুল দাশ। অনুষ্ঠানে ৮ জন রতœগর্ভাকে সংবর্ধনা প্রদান করা হয়। শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন নিঝুম দাশ বৃষ্টি। অনুষ্ঠানে কৌতুক অভিনয় করেন আতাউল হাকিম, নৃত্য পরিবেশন করেন প্রাচী বণিক, শতাব্দী দাশ, অর্পিতা চৌধুরী, রিতা চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন তন্দ্রা সিনহা মৌ, চৈতী মুৎসুদ্দী, শিউলী শীল, দৃষ্টি মজুমদার, হীরা দেবী, ঐশী রক্ষিত, ঐশী কুড়ি প্রমুখ। অনুষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। অতিথিরা গীমাস’র বাৎসরিক বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞপ্তি