পিসিআই-ডিএসএস সার্টিফিকেশনের পরিপালন সম্পন্ন করেছে ইউসিবি

58

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী পরিপালন সম্পন্ন করেছে। পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি (পিসিআই) সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিলের চাহিদা অনুসারে তাদের পক্ষে নিরীক্ষা সম্পন্ন করেছে কন্ট্রোলকেস, এলএলসি।
ভিসা, মাস্টার কার্ড, এমেক্স, জেসিবি প্রভৃতি কার্ড পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা কার্ড গ্রহিতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদানে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করে, তাদের দ্বারা গৃহীত একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা হলো পিসিআই ডিএসএস। বাংলাদেশে খুব স্বল্প সংখ্যক ব্যাংকই এই সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স অর্জনে সক্ষম হয়েছে, যার অন্যতম হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিলের নিকট সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স প্রদান করেন কন্ট্রোলকেস, এলএলসি এর প্রেসিডেন্ট সুরেশ দাদলানি।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি; ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ; ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান; ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক; ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ইউসিবির হেড অব আই টি এ ওয়াই এম মোস্তফা ও কন্ট্রোলকেস, এলএলসি এর কোয়ালিফায়েড সিকিউরিটি এসেসর আশিষ ওঝা সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি