‘পিঠা উৎসব আবহমান বাংলার ঐতিহ্যের স্বাক্ষর বহন করে’

70

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহিলা সংসদের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় মহিলা সংসদ প্রাঙ্গণে ‘পিঠা উৎসব ২০১৯’ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহিলা সংসদের সভানেত্রী মিসেস সেলিনা আখতার। প্রধান অতিথির বক্তব্যে মহিলা সংসদের সভানেত্রী উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, চবি মহিলা সংসদ ক্যাম্পাসে বসবাসরত মহিলাদের একমাত্র বিনোদন কেন্দ্র। এ সংসদের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দসহ সকল সদস্যবৃন্দ তাঁদের সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে এ সংসদকে সবসময় প্রাণবন্ত করে রাখেন।
প্রসঙ্গক্রমে সভানেত্রী আরও বলেন, আবহমান বাংলার ঐতিহ্যের স্বাক্ষর বহন করে এ পিঠা উৎসব। শহরের ব্যস্ততম জীবনে পিঠা উৎসবের তেমন গুরুত্ব না থাকলেও গ্রাম-বাংলায় এখনো এ পিঠা উৎসব সমধিক জনপ্রিয়। প্রজন্মের সন্তানদের পিঠা উৎসবের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এ ধরণের অনুষ্ঠান অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে মাননীয় সভানেত্রী এ প্রত্যাশা করেন। পরে মহিলা সংসদের সদস্যদের নিজস্ব আয়োজনে তৈরিকৃত বিভিন্ননামে পিঠা-পুলি স্টল মাননীয় সভানেত্রী পরিদর্শন করেন। বিশেষভাবে উল্লেখ্য, এ পিঠা উৎসবে মাননীয় সভানেত্রীর নিজস্ব উদ্যোগে স্থাপিত ‘দোলন চাঁপা’ নামে একটি স্টল স্থান পায়। এ ছাড়াও উক্ত পিঠা উৎসবে মহিলা সংসদের সদস্যরা বিভিন্ন নামে পিঠার স্টল স্থাপন করেন। অনুষ্ঠানে উৎসব কমিটির আহবায়ক সংসদের সাধারণ সম্পাদক জার্মিলা আক্তার হ্যাপী ও সদস্য সংসদের সহ-সম্পাদক নাজমা ইয়াসমীন, ক্রীড়া সম্পাদক জনাব রোজিনা আক্তার জুলি এবং সদস্য জনাব মনোয়ারা ইসলাম শিল্পীসহ সংসদের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির