পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখা চাই

55

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বায়েজিদস্থ হ্যাপিনেস স্কুলের পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক শীর্ষক আলোচনা সভা গত ১৮ জানুয়ারী সকাল ১০টায় সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও সমাজসেবক সুজিত কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সমাজকল্যাণ সম্পাদক অভিজিৎ দে রিপন, সাংগাঠনিক সম্পাদক সুমন চৌধুরী, হ্যাপিনেস স্কুলের সভাপতি ফাতেমা জামান, স্কুল কো-অর্ডিনেটর সুপন বড়ুয়া, শিক্ষক হিমেল বড়ুয়া হিমু, এপলো বড়ুয়া।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী নানা কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে। শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার অতীতের সকল সরকারের তুলনায় সফল। তিনি বলেন সরকারের পাশাপাশি বেসরকারিভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। পিছিয়ে জনগোষ্ঠীর ছেলে মেয়েদের শিক্ষা নিশ্চিতকরণে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সভা শেষে ৮০জন পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি