পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : নব বিক্রম ত্রিপুরা

47

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় খাগড়াছড়ি অঞ্চলের সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ লেখনির মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, সম্প্রীতি অগ্রগতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাহাড়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে সাংবাদিকরা। উন্নয়ন সাংবাদিকতায় তাদের কর্মকাÐ, চলমান উন্নয়ন ধারাকে আরো বেশি জনসম্পৃক্ত করে তুলতে সহযোগিতা করছে। বৃহস্পতিবার দুপুরে ৩০ লাখ টাকা ব্যয়ে খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সম্প্রসারিত ৪র্থতলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পার্বত্যাঞ্চলের সম্ভাবনাকে এগিয়ে নিতে সকল সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।
খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ির সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান প্রমুখ। এর আগে প্রধান অতিথি খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সম্প্রসারিত ৪র্থ তলায় ফলক উন্মোচন করেন এবং উদ্বোধন শেষে ভবনের নবনির্মিত কক্ষ ঘুরে দেখেন অতিথিরা। পরে সাংবাদিকরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এদিকে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে কিউ কম্পিউটার ট্রেনিং ইনটিস্টিউটের কোর্স সমাপনী উপলক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, কম্পিউটার শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার বিকল্প নেই। বিশে^র মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হলে শিক্ষার গ্রহণ করে তা সঠিকভাবে কাজে লাগাতে হবে।
এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাÐের কথা তুলে ধরে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালনসহ হাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম ও খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়–য়া প্রমুখ। পরে ২৯৬জন প্রশিক্ষণার্থীদের মাঝে কোর্স সমাপনী উপলক্ষে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।