পাহাড়তলী গার্লস স্কুলে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর সভা

238

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন বেসরকারী জাতীয় কমিটির উদ্যোগে মুজিব বর্ষকে স্বগত জানানো, বঙ্গবন্ধু বই উৎসব ও মুজিব বর্ষ বরণ উপলক্ষে গত ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ফজলুল করিমের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর মুজিব বর্ষকে স্বাগত জানানো এবং ১ জানুয়ারি বঙ্গবন্ধু বই উৎসব ও মুজিব বর্ষ বরণ অনুষ্ঠানের জন্য পাহাড়তলী থানা শিক্ষা অফিস কর্তৃক-এ স্কুল বেচে নেয়া হয়। এখানে ৩০ ডিসেম্বর এবং ১ জানুয়ারি দু’দিনব্যাপী অনুষ্ঠান হবে। এই সময় কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক ও সমন্বয়ক নুরুল আব্বাস শতবার্ষিকী কর্মকর্তা লায়ন সুজিত দাশ অপু ছাড়াও স্কুলের শিক্ষকদের মধ্যে মো. ইমরান সহকারী প্রধান শিক্ষক, শিরিন আক্তার, সুরাইয়া বেগম, মেহেরুন্নেছা মেরী, ফাতেমা বেগম কলি ও মেহের আফরোজ উপস্থিত ছিলেন। উক্ত দু’দিনব্যাপী অনুষ্ঠানে সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধান শিক্ষক ফজলুল করিমকে আহব্বায়ক ও অরুণ চন্দ্র বণিক সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।