পাল্টাপাল্টি রকেট হামলা

145

তিন দিন ধরে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি রকেট হামলা অব্যাহত রয়েছে। শুরুতে হামাস রকেট হামলা চালিয়েছে অভিযোগ করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এই হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ওই হামলায় দুই অন্তঃসত্ত¡া ও শিশুসহ ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি। এছাড়া হামাসের রকেট হামলায় চার জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। দুই পক্ষই হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এই বছরের মধ্যে এটিই দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় হামলা। এরফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে দুই পক্ষকে হামলা বন্ধ করতে ও শান্ত থাকার আহŸান জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের ভেতরে ছয় শতাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। জবাবে তারা বিভিন্ন স্থাপনায় ৩২০টি হামলা করেছে। রবিবার রাতে জাতিসংঘ, কাতার ও মিশর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করে। সোমবার সকালে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে এ ব্যাপারে ইসরায়েল কিছু নিশ্চিত করেনি।