পার্লামেন্ট প্রাঙ্গণে কংগ্রেসের বিক্ষোভ

35

ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশটির পার্লামেন্টে ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। বৃহস্পতিবারের এই বিক্ষোভে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া কংগ্রেস নেতা ও সাবেক ভারতীয় মন্ত্রী পি. চিদাম্বরম উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে। এক ঝুঁড়ি পেঁয়াজ নিয়ে হাতে ব্যানার ও প্ল্যাকার্ডসহ বিক্ষোভ করেন কংগ্রেস এমপিরা। এসময় তারা গরিবকে হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে ¯েøাগান দেন। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন লোকসভায় দলটির নেতা অধীর চৌধুরী, গৌরব গগৈসহ আরও কয়েকজন এমপি।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারাম বুধবার বলেছেন, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রান্নার এই উপকরণ সংরক্ষণের জন্য প্রযুক্তির ব্যবস্থা করা। চলতি মৌসুমে ভারতে পেঁয়াজের উৎপাদন কম হওয়ার কারণে দেশটিতে চাহিদা বেড়ে গেছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে রফতানি বন্ধ করা হয়েছে। মিসর ও তুরস্ক থেকে আমদানি করা হচ্ছে। ভারতে এখন পেঁয়াজের কেজি গড়ে ১০০ রুপিতে বিক্রি হচ্ছে।
ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি
পার্লামেন্ট প্রাঙ্গণে কংগ্রেসের বিক্ষোভ