পার্বত্য শান্তিচুক্তি দিবসে বিজিবি পলাশপুর জোনের কর্মসূচি

3

খাগড়াছড়ি প্রতিনিধি

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের ২৪তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পলাশপুর জোন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে জোন সদরে স্থানীয় পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।
এ সময় পলাশপুর জোনের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন, সুবেদার মেজর মো. গোলাম মোহাম্মদ, প্রধান সহকারী মো. জাহিদুল ইসলাম, নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মো. ওয়াহেদুজ্জামান সহ জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্যে বিজিবি সদস্যগণকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে জোন সদরের ব্যবস্থাপনায় চিত্তবিনোদন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন করা হয়।