পাথরঘাটায় বিস্ফোরণে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দাবি

14

পাথরঘাটায় বিস্ফোরণে নিহত ৭ জন ও আহতদের ক্ষতিপূরণসহ উন্নত চিকিৎসার দাবীতে চট্টগ্রাম নাগরিক ফোরাম এর উদ্যোগে গত ১৮ নভেম্বর সংগঠনের লালখান বাজারস্থ কার্যালয়ে নাগরিক ফোরামের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর নারী নেত্রী হাসিনা জাফরের সভাপতিত্বে ও মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নগরীর পাথরঘাটা এলাকায় ভয়াবহ রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় নিহত ৭ জনসহ আহতদের উন্নত চিকিৎসাসহ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে অর্থ প্রদানের ঘোষনা দিয়েছেন তা যথেষ্ট নয়। বিস্ফোরণে নিহত পরিবারগুলোর উপার্জন ক্ষম ব্যক্তিটি নিহত হলে পরিবারটি কি অবস্থা হতে পারে তা ভূক্তভোগী ছাড়া কেউ অনুমান করতে পারবে না। আমরা চাই যত দ্রুত সম্ভব সরকার ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য অর্থ বরাদ্দ করবেন। সভায় বক্তব্য রাখেন, ডা: নাহিদা খানম শিমু, লাইলা ইব্রাহিম বানু, রওশন আরা চৌধুরী, ডা: শেখ মোহাম্মদ জাহেদ, মহসিন চৌধুরী, বিপ্লব দাশগুপ্ত, আকরামুল হক, আকরাম হোসেন, মো: রফিক, আবুল বশার, মো: ওসমান গনি, কাজল প্রিয় বড়ুয়া ও জাফর আলম প্রমুখ। সভার পূর্বে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ আহতের দ্রুত আরগ্য কামনা করা হয়। বিজ্ঞপ্তি