পাঠানটুলিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

58

মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সদা সত্য ইতিহাস অনুসন্ধানী সংগঠন ‘মুক্তিযুদ্ধকে জানো’ এর উদ্যোগে গতকাল ৬ ফেব্রুয়ারি নগরীর পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় মিলানায়তনে ‘মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজা বানু। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম হায়দার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মঈনউদ্দিন হাসান ও মোহাম্মদ রাশেদ খান এবং সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে সাড়ে সাত কোটি বাঙালি ঝাপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকহানাদার বাহিনী ও তাদের দোষরদের পরাস্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ধারণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ে অবহিত করার প্রয়াসে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। বিজ্ঞপ্তি