পাটকল শ্রমিকদের অবরোধের হুমকি

45

বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে পাটকল শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীনস্থ পাটকল শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বেতন থেকে প্রভিডেন্ড ফান্ডের টাকা কেটে রাখা হলেও ২০১৪ সাল থেকে অবসরে যাওয়া শ্রমিকদের প্রভিডেন্ড ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। পাশাপাশি ২০১৩ সাল থেকে গ্রাচুয়িটিও দেওয়া হচ্ছে না।
এসময় শ্রমিকরা ১৮ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে পরদিন ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন এবং রাজপথ-রেলপথ অবরোধের হুমকি দেন।
আমিন জুট মিল সিবিএ’র সভাপতি আরিফুর রহমান বলেন, সাত সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি বকেয়া আছে বিজেএমসির আওতাধীন জুট মিলগুলোতে। এছাড়াও ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশন এখনও বিজেএমসি শ্রমিকদের জন্য চালু করা হয়নি।
আমিন জুট মিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল বলেন, সরকার একসাথে পে-কমিশন ও মজুরি কমিশন ঘোষণা দিয়েছে। ২০১৫ সালের জুন মাস থেকে মিলের কর্মকর্তারা পে-কমিশনের বর্ধিত বেতন ও সুযোগ-সুবিধা ভোগ করলেও শ্রমিকরা বর্ধিত বেতন পাননি।
উল্লেখ্য, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা জোনে মোট ২৬টি জুট মিল রয়েছে।