পাক ব্যাটসম্যানদের ধুয়ে দিলেন মিঁয়াদাদ

19

 

মাঠের ভেতর যেমন ছিলেন অকপট, মাঠের বাইরেও তেমনি আছেন জাভেদ মিঁয়াদাদ। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান ধুয়ে দিয়েছেন তার দেশের বর্তমান ব্যাটসম্যানদের। তার মতে, পাকিস্তানে ভালোমানের বোলার থাকলেও ব্যাটসম্যানদের অবস্থা নাজেহাল। বারব আজম-আজহার আলীদের অবস্থা এতটাই খারাপ যে, তারা ভারত-অস্ট্রেলিয়ার মতো দলে জায়গাই পাবেন না! অস্ট্রেলিয়া সফরে গিয়ে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তানকে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুই টেস্টেই তাদের হারতে হয় ইনিংস ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাবররা ছন্দে ফিরলেও তাদের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মিঁয়ায়াদ। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানি কিংবদন্তি বলেছেন, ‘আমি তাদের (পাকিস্তানি খেলোয়াড়) জিজ্ঞেস করতে চাই, কেউ কি আছে যারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত দলের খেলোয়াড়দের বদলি হতে পারে? আমাদের কোনও ব্যাটসম্যান এই সব দলে জায়গা পাবে না। আমাদের ভালো বোলার আছে, কিন্তু ব্যাটিং লাইনআপে কেউ নেই।’