পাকিস্তান সফর নিশ্চিতে সময় নিতে চায় বিসিবি

19

২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশের পাকিস্তান সফরের কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে এখনো সিরিজটি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের একটি প্রতিনিধি দল পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়েছিল। সেই প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। যদিও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ও জাতীয় নারী দল ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে সিরিজ খেলেছে।
তবে জাতীয় দলের জন্য আলাদাভাবে ভাবছে ক্রিকেট বোর্ড। সেজন্যই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সে কথাই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে এবং তাদের সফরের ওপর ভিত্তি করেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল এবং বাংলাদেশ নারী দল পাকিস্তানে অবস্থান করছে। বয়সভিত্তিক যে কোনো দল কিংবা নারী দলের চেয়ে জাতীয় দলের বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশ হাইকমিশন এবং যে প্রতিনিধি দল গেছেন তাদের রিপোর্টের ভিত্তিতে এবং আইসিসি’র সঙ্গে কথা বলতে হবে কারণ তাদেরও একটা মূল্যায়নের দরকার হয়। আইসিসি’র ম্যাচ অফিসিয়াল যেহেতু এখানে যুক্ত থাকে তাই সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা নিতে হবে।’