পাকিস্তানে হাসপাতালের বাইরে বিস্ফোরণ, নিহত ৯

26

পাকিস্তানে রবিবার একটি হাসপাতালের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন। সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় এক আত্মঘাতী নারী এ বিস্ফোরণ ঘটায়।পুলিশ জানিয়েছে, রোগী ও হাসপাতালের স্টাফদের টার্গেট করে এ বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে বন্দুকধারীর গুলিতে নিহত হন দুই পুলিশ সদস্য।
ডেরা ইসমাইল খান জেলায় দায়িত্বরত পুলিশের ঊর্ধতন কর্মকর্তা সালিম রিয়াজ খান জানান, বন্দুকধারীরা মোটরসাইকেল থেকৈ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে নিহত হন দুইজন। পরে হাসপাতালের প্রবেশদ্বারে হামলা চালানো হয়। এতে আরও চার পুলিশ সদস্য এবং স্বজনদের দেখতে হাসপাতালে যাওয়া তিন বেসামরিক নাগরিক নিহত হন।
তিনি জানান, আহতদের মধ্যে আট পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞ ইনায়েত উল্লাহ জানান, আত্মঘাতী হামলাকারী নারী ৭ কিলোগ্রাম বিস্ফোরক বহন করছিল। হামলায় হাসপাতালে জরুরি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।