পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ অর্ধশতাধিক নিহত

5

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমে যাত্রীবাহী বাস খাদে পড়ে আগুন ধরে যায়, এতে ৪১ জন প্রাণ হারান। আর উত্তর-পশ্চিমে নৌকা ডুবে ১০ শিশু মারা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, বেলুচিস্তান প্রদেশে বেলা শহরের কাছে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।বন্দর নগরী করাচির দিকে যাচ্ছিল বাসটি। স্থানীয় কর্তৃপক্ষ হামজা আঞ্জুম বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনজন আহত ব্যক্তিকে উদ্ধারের পাশপাশি ৪০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বেঁচে থাকা দুইজনের অবস্থা গুরুতর। বাসটি প্রথমে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে, এরপরই খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে বিস্তর তদন্ত শুরুর কথা জানিয়েছেন হামজা আঞ্জুমান।
অন্যদিকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখওয়ার কোহাটের কাছে বাঁধে নৌকাটি ডুবে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, সেখানে ১০ শিশু মারা গেছে। ঘটনাস্থল থেকে আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৬ জনের অবস্থা সংকটাপন্ন। ওই নৌকাটিতে স্থানীয় একটি মাদ্রাসা, ইসলামিক স্কুলের বেশির ভাগ শিক্ষার্থী ছিলেন। নৌকাটি উল্টে যায়।