পাকিস্তানে ও আফগানিস্তানে বৈরি আবহাওয়ায় ৪৩ জনের মৃত্যু

11

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভারী তুষারপাতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, বিভিন্ন রাস্তা তুষারে ঢেকে যাওয়ায় তারা আক্রান্তদের উদ্ধারে ব্যর্থ হচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশেই প্রাণহানি হয়েছে ২৫ জনের। সেখানেই পরিস্থিতি বেশি খারাপ। প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইমরান জারকোন বলেন, বিগত ২৪ ঘণ্টায় সেথানে ১৪ জন নিহত হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে তুষারপাতে ছাদ ধসে পড়ায়। ভারী তুষারপাতের কারণে প্রদেশের অনেক অংশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক রাস্তায় ছয় ইঞ্চি তুষার জমে গেছে। এছাড়া পাঞ্জাব প্রদেশে আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে আফগানিস্তানে নারী ও শিশুসহ অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রেস কর্মকর্তারা হাসিবুল্লাহ শইখানি বলেন, বেশিরভাগের মৃত্যুই তুষারপাতে হয়েছে। নিহতদের মধ্যে আটজন কান্দাহার প্রদেশের। আর হেরাত প্রদেশে একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। হেলমন্দে নিহতের সংখ্যা তিনজন।আফগান রাজধানী কাবুলে তাপমাত্র মাইনাস ১৫ ডিগ্রিতে নেমেছ গেছে।