পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার

17

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারকে নির্বাচিত করা হয়েছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ কাকারের নাম নিয়ে ঐকমত্য পোষণ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে।
পিএমওর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে পরামর্শ পাঠিয়েছেন রাষ্ট্রপতি আলভির কাছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন। খবর ডনের।
রিয়াজ সাংবাদিকদের বলেন, আমাদের ইচ্ছা ছিল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন। আমি এই নামটি দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী এই নামটিতে সম্মতি দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এজ শপথ নেবেন কাকা।
দলীয় সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলেছেন যেন প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। যদি দারকে মনোনীত না করা যায় তবে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে করতে বলেছেন তিনি। অপরদিকে রিয়াজ চেয়েছিলেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানিকে মনোনীত করতে। এমনকি শুক্রবার রিয়াজ, দার ও আহসান ইকবালের সঙ্গে সানজরানি সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

কে এই আনোয়ার উল হক কাকার : পাকিস্তানে সদ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হওয়া আনোয়ারুল হক কাকার ২০১৮ সালে বেলুচিস্তান থেকে একজন স্বতন্ত্র সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে তার ছয় বছরের মেয়াদ পূর্ণ হবে। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী কাকার বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
তিনি ২০০৮ সালে রাজনৈতিক দল কিউ-লীগের টিকিটে কোয়েটা থেকে জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একই সাথে, তিনি বিদেশি পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সিনেটের স্থায়ী কমিটির চেয়ারপারসন। পাশাপাশি তিনি ব্যবসা উপদেষ্টা কমিটির সদস্য, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির সদস্য হিসেবে কাজ করেছেন।
রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কাকারকে একজন তুখোর বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সুসম্পর্ক রয়েছে কাকারের। তিনি পশতুন জাতিগোষ্ঠীর কাকার উপজাতির সদস্য হওয়ায় একই সঙ্গে বালুচ এবং পশতুন উভয়েরই প্রতিনিধিত্ব করেন।