পাকিস্তানি স্পিনার সানা মীরের বিশ্বরেকর্ড

18

বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের নারী অফস্পিনার সানা মীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তৃতীয় একদিনের ম্যাচে একটি উইকেট নেওয়ার সুবাদে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া স্পিনারে পরিণত হন মীর।
উইলোমুর পার্কে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৪৯তম ওভারে প্রতিপক্ষ ক্যাপ্টেন সুন লাসের মূল্যবান উইকেট তুলে নেন মীর। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭তম উইকেট। এই নিরিখে তিনি এককভাবে নারীদের ওয়ানডে ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারির মুকুট মাথায় পরেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আর কোনো নারী স্পিনারই তাঁর থেকে বেশি উইকেট নিতে পারেননি।
নারীদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালকিন হলেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। তিনি এখন পর্যন্ত ১৭৭টি একদিনের ম্যাচে ২১৮টি উইকেট নিয়েছেন? ১০৯টি ম্যাচে ১৮০টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার ফিৎজপ্যাট্রিক। মীর ১১৮টি ম্যাচে ১৪৭ উইকেট নিয়ে তিন নম্বরে উঠে আসেন।