‘পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় নারী নিহত’

33

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনাদের গুলিতে জম্মু-কাশ্মিরের এক নারী প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। স¤প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে পাকিস্তানি সেনাদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন এক কাশ্মিরি নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন গ্রামবাসী। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর রজ্যটির ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারাটি বাতিল করার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাকিস্তান-ভারত সীমান্তে।
এনডিটিভি ও হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে কাশ্মিরের কোয়াসবা এবং কিরনি সেক্টরে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। সে সময় গুলিবিদ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়। পরে এর জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। তবে ভারতীয় সেনাদের গুলিতে কোনো পাকিস্তানি হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রায় প্রতিদিনই সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দু দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। ইতিমধ্যে সীমান্ত সংঘর্ষে দু দেশেরই বেশ কয়েকজন সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে।