পাঁচ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

10

পরিবেশগত ছাড়পত্রের নবায়ন না থাকা, ইটিপি অকার্যকর ও ইটভাটায় অবৈধ চিমনি ব্যবহারের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ মেয়াজ্জম হোসাইন এ বিষয়ে জানান।
পরিবেশ অধিদপ্তর পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৭ ধারায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ইটিপি অকার্যকর থাকায় পটিয়ার মেসার্স যমুনা ট্রিমস লিমিটেডকে ৫০ হাজার টাকা, নবায়নবিহীন ছাড়পত্রের দায়ে কক্সবাজারের উখিয়া থানার মেসার্স কেআরবিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইনে ২০১৬ অনুযায়ী ড্রাম চিমনি ব্যবহার করা অবৈধ। আর এসব অবৈধ চিমনি ব্যবহার করায় কক্সবাজারের এসএমএ ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স এমএন্ডকে ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স এমপিএম ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।