পাঁচলাইশ থানা যুবদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

27

যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, বৈশ্বিক মহামারী করোনাতেও হাতুড়ি লীগ, ধর্ষণ লীগ, ক্যাসিনো লীগ, পাপিয়া লীগের বিরদ্ধে সারা দেশ উত্তাল। শাসক গোষ্ঠী নিজেদের ব্যর্থতা, লুটপাট আড়াল করতেই বিএনপি যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার ও জেল হাজতে বন্দি করছে। তিনি সাংগঠনিক ভিত্তি মজবুদ করতে মহানগর যুবদলের নেতা কর্মীদের ব্যক্তি বিশেষের রাজনীতি বাদ দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করার আহবান জানান।
তিনি ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, এরশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভুট্টু, হুমায়ন আহমেদ ও সদস্য নাছির উদ্দিন পিন্টু সহ যুবদল নেতৃবৃন্দের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করায় পাঁচলাইল থানা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সি. সহসভাপতি ইকবাল হোসেন, বিশেষ বক্তা সহ-সভাপতি এস এম শাহ আলম রব, আব্দুল করিম, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, বিশেষ অতিথি ছিলেন সি.যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, গুলজার হোসেন, মহিউদ্দিন মুকুল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, হামিদুল হক, সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তি