পহেলা বৈশাখ

205

বসবে মেলা সারাবেলা পহেলা বৈশাখ
বাজবে সানাই শিরীষ তলায় বাজবে কাঁসর-ঢাক।
কেউ নাচবে কেউ গাইবে জমবে শিরীষ তল
খেই হারানো গানের তালে চলবে কোলাহল।

আল্পনাতে এঁকে দেবে খুকীর গালের টোল
খুব আনন্দে দুলবে খুকী নাগরদোলায় দোল।
খুব জমিয়ে দেখবে সবাই গোখরা সাপের নাচ
মোরগ লড়াই, বলীখেলা, মেলার কারুকাজ।

পান্তা ভাতে সর্ষে ইলিশ সাথে নানান শাক
সব মিলিয়ে জমবে আবার পহেলা বৈশাখ।