পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ডেঙ্গু বিরোধী কার্যক্রম

25

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ডেঙ্গু বিরোধী সামগ্রিক কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুধাবন করে নগরবাসীকে দায়িত্ববোধ পালনের আহব্বান জানিয়ে বলেন একটি পরিবারের প্রতিটি সদস্য, সমাজের প্রতিটি মানুষ এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন, ডেঙ্গু আসলে কোন মরণব্যাধি নয়। ডেঙ্গুর লক্ষণগুলোকে দ্রæত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি সম্প্রতি পশ্চিম ষোলশহর ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পরিচালিত ডেঙ্গু বিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক সমাবেশে একথাগুলো বলেছেন। তিনি আরো বলেন আমাদের সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা পুরোপুরি প্রয়োগ করাটাই এখন সময়ের দাবি। তারাই বাড়ির কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি তারাই সবচেয়ে ভালো দেখভাল করতে পারেন। তিনি আরো ঘোষণা করেন যে- যে কোন মানবিক সংকট মোকাবেলায় চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশেই আছেন এবং থাকবেন। ডেঙ্গু মোকাবেলায় আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি। সমাবেশে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, মহিলা কাউন্সিলর নীলু নাগ, সোনিয়া ইদ্রিস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ, সুমন সেন, মামুনুর রশিদ মামুন, মহিলা আওয়ামী লীগের হোসনে আরা পারু, ফাতেমা রহমান ময়না, শাহীন আরা বেগম, কান্তা ইসলাম মিনু প্রমুখ। বিজ্ঞপ্তি