পশ্চিম গুজরা ইউনিয়নে অগ্নিদুর্গত পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান

34

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে অগ্নিদুর্গত ২১ পরিবারসহ করোনায় প্রাদুর্ভাবে আর্থিক সংকটে পড়া দরিদ্র কয়েকশ নারী পুুরুষকে চাল, ডাল, তেল, বস্ত্র, ওষুধ, নগদ টাকাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গোলজার পাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক মেম্বার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রণজিত বড়ুয়া, পিআইও নিয়াজ মোর্শেদ, মুজিবুর রহমান, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান মাসুদ, সাইফুল ইসলাম লিটন মেম্বার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন তৌহিদ, ইমতিয়াজ জামাল নকীব, মঈনুদ্দিন চিশতী, রফিকুল আলম। এতে উপজেলা চেয়ারম্যান বাবুল তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ, টাকা ও শাড়ী প্রদান করেন অগ্নিদুর্গতদের মাঝে।