পশ্চিম গহিরা রাইজিং ব্রাদার্সের মানবতার টিম গঠন

83

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এ প্রবাদকে সামনে রেখে মহামারী করোনার এ ঘোর অমাবস্যায় গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় গ্রামে করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টজনিত রোগীর জরুরি সেবা নিশ্চিত করণে পবিত্র আষাঢ়ী পূর্ণিমার দিন রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম গহিরা শান্তিময় বিহারে ঐতিহ্যবাহী ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন রাইজিং ব্রাদার্সের ব্যবস্থাপনায় মানবতার টিম গঠন করে বিভিন্ন মানবিক কার্যক্রম হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- শ্বাসকষ্ট রোগীর জন্য জরুরি অক্সিজেন সাপোর্ট সরবরাহ প্রদান, নেবুলাইজার মেসিনসহ পালস অক্সোমিটারের ব্যবস্থা, প্রয়োজনীয় অবস্থায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাহ কার্য সম্পাদনে সর্বাত্মক সহযোগিতা ও বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত¡াবধানে বৌদ্ধ মন্দির ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প চালু। এ সময় রাউজান পৌরসভার ১ নংওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলী, পশ্চিম গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রিয় ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কনক কুসুম বড়ুয়া, ব্যাংকার সত্যজিৎ বড়ুয়া টিপু, মাস্টার বিকাশ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের ক্রান্তিলগ্নে যার যার সামর্থ্য অনুযায়ী গ্রামবাসীকে একে অপরের পাশে থাকার আহবান জানান এবং সহযোগিতা পেতে গ্রামবাসীদের মিটন বড়ুয়া ০১৮৬১০৩১০০২, তুহিন বড়ুয়া ০১৮১৯৩৩০৮৪২, সফল বড়ুয়া ০১৮১৮৭৩৬৯৪৯, সরুন বড়ুয়া ০১৩১০৭৭১৫২৫, সবুজ বড়ুয়া ০১৮২৬৫৮৫৮০৬, বিপ্লব বড়ুয়া জয় ০১৮৩৪২৫৩৭৮৯ রাজিব বড়ুয়া ০১৭৬৩৫২০০৭২ ও রিংকন বড়ুয়া ০১৮১৮১১৭৬১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। বিজ্ঞপ্তি