পশ্চিমবঙ্গে এনআরসি চালুর হুমকি বিজেপি সভাপতির

74

ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালুর হুমকি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শনিবার পশ্চিমবঙ্গের বর্ধমানে এক সভায় দিলীপ ঘোষ বলেন, সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করব। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে রাজ্যে এনআরসির সবচেয়ে বেশি প্রয়োজন। দিলীপ ঘোষ আরো বলেন,‘এনআরসির সবচেয়ে বেশি প্রয়োজন পশ্চিমবঙ্গে। আর্থিক, সামাজিক সব ক্ষেত্রে এ রাজ্যকে লুঠ করেছে বিদেশিরাই। সেই বিদেশিদের চিহ্নিত করব। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার কোনও অধিকার নেই। নাগরিকত্ব বিল পাস করে বিদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে।’
দিল্লি ও তেলঙ্গানায় এনআরসির দাবি তুলেছেন বিজেপি নেতৃবৃন্দ। দিল্লির বিজেপি সংসদ মনোজ তিওয়ারি দাবি করেন, দিল্লির অবস্থা খুব খারাপ। এই অবস্থা শোধরাতে এনআরসি-ই একমাত্র রাস্তা। শনিবার ভারতের সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় ঠাঁই মিলেছে তিন কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের। আবেদনকারীর মোট সংখ্যা ছিল তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন। অর্থাৎ বাদ পড়েছে ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জনের নাম।