পলাতক তাবলিগ সদস্যদের বিরুদ্ধে মামলা করবে আসাম

22

গত মাসে ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিনের সমাবেশে যোগ দেওয়া তাবলিগ সদস্যরা মেডিক্যাল পরীক্ষার জন্য এগিয়ে না আসলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘোষণা দিয়েছে আসাম। সোমবার রাজ্য সরকারের চূড়ান্ত ঘোষণায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে ওই সমাবেশে যোগ দেওয়া তাবলিগ সদস্যদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে হাজির হতে বলা হয়েছে। না হলে তাদের বিরুদ্ধে মানুষ হত্যার মতো অপরাধের অভিযোগে মামলা দায়ের হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের তাবলিগ জামাতের একটি আয়োজন গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেয়। এই আয়োজনে অংশ নেওয়া অনেকের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ২৫ হাজার মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দিল্লিতে তাবলিগ জামাতের সদরদফতরের সমাবেশে যোগ দেওয়া অনেকেই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছে।