পর্যটকদের সেবা করা বান্দরবানবাসীর দায়িত্ব

42

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন,বান্দরবানে একটি পর্যটনবান্ধব শহর হিসেবে ইতিমধ্যে দেশে বিদেশে পরিচিতি লাভ করেছে। পর্যটকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পর্যকটদের সেবা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, কোন পর্যটক যেন আমাদের আচরণে কষ্ট না পায় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি আরো বলেন, আপনারা কোন পর্যটকের কাছ থেকে অতিরিক্ত গাড়ি ভাড়া, খাওয়াতে অতিরিক্ত দাম, হোটেল ভাড়া বেশি রাখবেন না, কেউ যদি বেশি রাখে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে বান্দরবান শহরকে আরো বেশি সুন্দর ভাবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি। শনিবার সকালে বান্দরবান বাজার মসজিদের সামনে ব্যবসায়ী সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি একে এম জাহাঙ্গীরসহ সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তা ও বাজার ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।