পর্দা উঠলো আইপিএলের

12

অবশেষে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার প্রহর ফুরোলো। সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। আর প্রথম ম্যাচেই হাইভোল্টেজ লড়াই, মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। আবুধাবিতে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতেছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অর্থাৎ মুম্বাই প্রথমে ব্যাটিং করবে। ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান তুলেছে। রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি চারবারের শিরোপাজয়ী। তারা আবার বর্তমান চ্যাম্পিয়নও। ধোনির চেন্নাইও খুব একটা পিছিয়ে নেই, তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। আইপিএলের এবারের আসরে উদ্বোধনী দিনেই এমন দুই দল মুখোমুখি, ক্রিকেটপ্রেমীরা দারুণ এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষাতেই আছেন। ম্যাচের আগে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা বললেন, এটা আইপিএলের এল ক্লাসিকো’। ক্লাব ফুটবলের রোমাঞ্চকর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াইকে ‘এল ক্লাসিকো’ বলা হয়। চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ের উত্তেজনা বুঝাতেই সেই শব্দটাই টেনে আনলেন মুম্বাই অধিনায়ক। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হরভজন সিং ও সুরেশ রায়না। তবুও শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির, আম্বাতি রাইডুদের নিয়ে বেশ শক্ত প্রতিপক্ষ চেন্নাই।