‘পর্দায় ৩০ বছর বয়সী হয়ে অভিনয় করতে অস্বস্তি লাগে’

29

১৯৯১ সালে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেতা অজয় দেবগন। ‘ফুল ওর কাটে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রায় তিন দশক ধরে অভিনয় দিয়ে ভক্তদের হৃদয় জয় করছেন জনপ্রিয় এ তারকা। সম্প্রতি অজয় দেবগনের বয়স ৫০ ছুঁয়েছে। আর প্রথমবার ‘দে দে পেয়ার দে’ সিনেমার মধ্য দিয়ে নিজ বয়সী এক পুরুষের চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। তবে ৫০ বছর বয়সী যে কোনও চরিত্রে অভিনয় করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন ‘সিংগম’খ্যাত এই অভিনেতা। এক সাক্ষাৎকারে অজয় দেবগন বলেন, ‘৫০ বছর বয়সটা বেশ দারুণ, এবার তা সিনেমায় হোক কিংবা বাস্তব জীবনে। আসলে ৩০ অথবা ৩৫ বছরের যুবক হয়ে পর্দায় হাজির হতে আমার বেশ অস্বস্তি লাগে।’ ‘আগে হিন্দি সিনেমার নায়কদের কলেজ পড়ুয়া ছাত্র হিসেবে দেখানো হতো। কিন্তু এখন আর সেটা হয় না। বর্তমানে নির্দিষ্ট বয়সের উপর চরিত্র লেখা হয়। আর এটাই বেশি দেখা যায়।
বলিউডের খানরা (সালমান, আমির, শাহরুখ ও সাইফ) এবং অক্ষয়কে কখনো নিজেদের বয়স লুকাতে দেখিনি। তাছাড়া এখন দর্শক আমাদের আসল বয়স সম্পর্কে পুরোপুরি অবগত। তাহলে কেন আমরা নিজেদের বোকা বানাবো?,’ যোগ করেন ‘ওমকারা’খ্যাত এই অভিনেতা।
‘দে দে পেয়ার দে’ সিনেমায় অজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন টাবু ও রাকুল প্রীত সিং। আগামী ১৭ মে সিনেমাটি মুক্তি পাবে।