পরীক্ষায় কৃতিত্ব অর্জন নয়, শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হতে হবে

99

হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশ্তীয়া পরিষদের উদ্যোগে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৯ জুন বিকেলে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাদেরীয়া চিশ্তীয়া পরিষদের সভাপতি এস.এম রাকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাদেরীয়া চিশ্তীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, রাজনীতিবিদ মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আবু আজম। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সভাপতি ও হযরত মতিউর রহমান শাহ্ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ উল্লাহ, পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম। প্রধান অতিথি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী বলেন, অনেক অভিভাবক আছেন, যারা সন্তানদের ভালো ফলাফলের জন্য মানসিকভাবে চাপ দেন। শুধু ভালো ফলাফল বা পরীক্ষায় কৃতিত্ব অর্জন পড়াশোনার মূল উদ্দেশ্য হতে পারে না। সন্তানরা প্রকৃত জ্ঞান অর্জন করছে কিনা বা তারা সৎ, ন্যায়বান ও ভালো মানুষ হিসেবে বেড়ে উঠছে কিনা সেদিকেই বেশি নজর দেয়া উচিত। তিনি আরো বলেন, পরীক্ষার কৃতিত্ব অর্জন নয়, শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হতে হবে। তাই সন্তানদেরকে উচ্চশিক্ষা দেয়ার আগে তাদেরকে নৈতিকতার পাঠও দিতে হবে। যত বেশি উচ্চ শিক্ষিত ততো বেশি দুর্নীতিবাজ এই কলংক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কাদেরীয়া চিশ্তীয়া পরিষদ তৃণমূলের শিক্ষার্থীদেরকে জ্ঞানে, চরিত্র ও আদর্শের পথে উজ্জীবিত করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মুহাম্মদ আসিবুর রিসাদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু, এস.এম নুরুন্নবী মহররম, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ শওকত হোসেন, মুহাম্মদ ওমর ফারুক ফরহাদ, মুহাম্মদ মঈন উদ্দিন রিফাত, মুহাম্মদ ফজল বারী, মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, সুলতান মাহমুদ তাহা, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, হাফেজ মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ জালাল উদ্দিন রিফাত, হাফেজ মুহাম্মদ আবছার, মুহাম্মদ সফিউল আজম মাহিন, মুহাম্মদ নাঈমুর রিশাদ, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ শাহরিয়ার হাসান তানভীর, মুহাম্মদ রিয়াসাদ, সৈয়দ নিয়াজ মাহমুদ, মুহাম্মদ মেহেদি হাসান মিশাদ, মুহাম্মদ নুরুল আমিন আসিফ প্রমুখ। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি