পরিবহন মালিক-শ্রমিকদের করোনা সচেতনতামূলক সভা

27

 

গত ১৭ জুন নগরীর বিআরটিসি সংলগ্ন পরিবহন শ্রমিক কার্যালয়ে এডাব ও সংশপ্তকের যৌথ আয়োজনে, সার্পোটিং এনগেজমেন্ট অব দি সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপন্স একটিভিটিস প্রকল্পের উদ্যোগে লিটন চৌধুরীর সভাপতিত্বে পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে একটি করোনা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা উজ¦ল বিশ্বাস, সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন ঐক্য পরিষদ সভায় প্রধান অতিথি বলেন করোনা মোকাবেলা কারো একার পক্ষে সম্ভব নয়, এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। তিনি সকল পরিবহন শ্রমিককে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন, পাশাপাশি তিনি পরিবহন শ্রমিকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করার সরকারী ও বেসরকারি সংস্থার কাছে দাবি জানান। পরিবহন শ্রমিক- জনগণ সকলে মিলে এই মহামারীকে মোকাবেলা করতে হবে। সেজন্য চাই সচেতনতা, আমরা সকলে সচেতন হলে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সচেতনতাই করোনা মোকাবেলাই একমাত্র উপায়। সভায় আরো বক্তব্য রাখেন এডাব প্রতিনিধি আছিয়া আফরিন, মনির হোসেন, মো. ইমাম হোসেন, মো. নুর হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন জয়নাব বেগম চৌধুরী ও হুজ্জাতুল ইসলাম সাঈদ। বিজ্ঞপ্তি