পরাণ রহমান ছিলেন মানবদরদী ব্যক্তিত্ব

54

মুক্তিযুদ্ধের পরপরই শামসুন্নাহার রহমান পরাণ ঘাসফুল প্রতিষ্ঠা করেন এবং দেশ পুনঃগঠনে প্রশংসনীয় ভুমিকা রাখেন। পরবর্তীতে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি অর্জনে তিনি ব্যাপক প্রচারণার পাশাপাশি নানামুখী আন্দোলন চালিয়ে যান। তিনি ছিলেন মানবদরদী ব্যক্তিত্ব। চট্টগ্রামে নারী অধিকার ও তাদের অর্থনৈতিক উন্নয়নে তিনি অগ্রদুত ছিলেন। পরাণ রহমান চট্টগ্রামে কর্মরত উন্নয়ন সংস্থাসমুহের জন্য একজন দায়িত্ববান মমতাময়ী অভিভাবক ছিলেন। পরাণ রহমানের কর্ম-জীবন আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। এ মহিয়ষী নারীকে রাষ্ট্রিয়ভাবে স্বীকৃতি দেয়া প্রয়োজন। গত ১৮ ফেব্রুয়ারী ঘাসফুল-প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তাঁর ষ্মরণে আয়োজিত ষ্মরণ সভায় বক্তারা একথা বলেন।
ঘাসফুল নির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ষ্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, ইলমা এর প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। পরাণ রহমানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন মরহুমার নাতনী ও ঘাসফুল নির্বাহী পরিষদ কোষাধ্যক্ষ জেরিন মাহমুদ হোসেন। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক শাহাব উদ্দিন নিপু চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর ভারপ্রাপ্ত রেজিষ্টার আনজুমান বানু লিমা। অনুষ্ঠানে মরহুমার জৈষ্ঠকন্যা ঘাসফুল নির্বাহী পরিষদের সদস্য ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ এফসিএ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরাণ রহমান সমাজ ও উন্নয়নে নিজের তাগিদে কাজ করেছেন। তিনি একজন মানবদরদী মহীয়সী নারী। সভায় গত ১৫ ফেব্রুয়ারী পরাণ রহমান ষ্মরণে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ক ও খ দুইটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। ‘ক বিভাগে’ পুরস্কারপ্রাপ্তরা হলেন পুরস্কার সানি টিউটারিয়ালের ছাত্র আয়ান ইয়ারা, ২য় পুরস্কার সেন্ট প্লাসিডস স্কুলের ছাত্র পবন রায় এবং তৃতীয় পুরস্কার সেন্ট জেভিয়ার স্কুল এর ছাত্রী সিদরাতুল মুনতাহা।“খ বিভাগে’ প্রথম পুরস্কার সিলভার বেলস কিন্ডারগার্ডেন ও গার্লস হাই স্কুলের ছাত্রী লুৎফুন নাহার রাণী, ২য় পুরস্কার খাজা আজমেরী স্কুলের ছাত্রী সুমাইয়া শিমু এবং ৩য় পুরস্কার পেয়েছে সেন্ট স্কলাসটিকা স্কুলের ছাত্রী আরাত্রিকা দেবনাথ। বিজ্ঞপ্তি