পরস্পরের কাছে ভোট চাইলেন ফজলে করিম ও জসিম সিকদার

68

চট্টগ্রাম-৬ রাউজান আসনে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। প্রচারণার অংশ হিসেবে গতকাল এক অনুষ্ঠানে মুখোমুখি হন নৌকা ও ধানের শীষের প্রার্থী। এ সময় আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী নৌকা মার্কায় ভোট চান বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারের কাছে। প্রত্যুত্তরে তিনিও ধানের শীষে ভোট প্রার্থনা করেন নৌকার প্রার্থীর কাছে।
শুক্রবার দুপুর ২টায় গণসংযোগকালে উপজেলার রাউজান ইউনিয়নের সমাজসেবক মোসলেহ্ উদ্দিন বদরুলের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন আলোচিত দুই প্রার্থী। এ সময় তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং নিজেদের প্রতীকে ভোট চেয়েছেন। সেখানে উপস্থিত দুই প্রার্থীর সমর্থকরা এই দৃশ্য উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, আলহাজ নুরুল আমিন, কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, নোয়াপাড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ম্যালকম চক্রবর্ত্তী, রাউজান ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ইসহাক ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।