পরলোকে শেফালী ঘোষের ছেলে সুকণ্ঠ

107

একুশে পদকপ্রাপ্ত শিল্পী প্রয়াত শেফালী ঘোষ ও গণসংগীত শিল্পী ননী গোপাল দত্তের ছেলে নন্দনকানন এক নম্বর গলির পালভবনের বাসিন্দা সুকণ্ঠ দত্ত ছোটন (৪২) পরলোকগমন করেছেন। ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি রয়েল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার বিকাল ৪টা ২০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুকণ্ঠ চাকরী করতেন প্রিমিয়ার ইউনিভার্সিটি লাইব্রেরির অফিস সহকারী পদে। তিনি স্ত্রী দীপান্বিতা দত্ত, ছেলে অরিন্দম দত্ত নীল (১০) ও মেয়ের অদ্বিতীয়া দত্ত শশী (৬) সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন ইউনিভার্সিটির ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার ও ইউনিভার্সিটি পরিবার। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুকণ্ঠ দত্ত ছোটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি