পরলোকে রত্না রানী পাল

37

মাসিক জ্যোতির্ময় এর প্রকাশক ও জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক এস প্রকাশ পালের মাতা সমাজসেবী রত্না রানী পাল (৬২) গতকাল মঙ্গলবার ভোর ৫টায় বোয়ালখালীর শ্রীপুর গ্রামের পালপাড়ায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন । তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। ওইদিন দুপুরে পারিবারিক শ্মশানে তার দাহকার্য সম্পন্ন হয়।
রত্না রানী পালের মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, কাউন্সিলর কফিল উদ্দিন খান, শৈবাল দাশ সুমন, জহরলাল হাজারী, নীলু নাগ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব কাজী মহসিন, জ্যোতির্ময় পরিচালনা পর্ষদ, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কুমার পালিত, বোয়ালখালী প্রেসক্লাব, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ সভাপতি তপন চক্রবর্তী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম শাখার সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রব মাসুম, সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌরাঙ্গ দে, সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, সাবেক সভাপতি দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন গুহ, সাধারণ সম্পাদক পরিমল দেবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। খবর বিজ্ঞপ্তির