পম্পেও’র বক্তব্য সংলাপকে আরও জটিল করে তুলবে:পিয়ংইয়ং

16

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সা¤প্রতিক বক্তব্য দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপকে আরও জটিল করে তুলবে। শনিবার এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।এর আগে গত মঙ্গলবার পম্পেও বলেছিলেন, উত্তর কোরিয়ার দুর্বৃত্ত আচরণ ওয়াশিংটন উপেক্ষা করতে পারে না। তার ভাষায়, ‘আমি আশা করব, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এমন একটি প্রতিনিধি দল পাঠাবেন, যারা আমার প্রতিনিধি দলের সঙ্গে কাজ করবেন। তারা মার্কিন জনগণের জন্য ভালো এবং বাস্তবসম্মত সমাধান বের করবেন।’
পম্পেও’র এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য এবং উসকানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়া বিষয়ে তার ভাষা ব্যবহারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন। এটি পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে পুনরায় আলোচনা শুরুর প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকার সঙ্গে সংলাপে বসার ব্যাপারে উত্তর কোরিয়ার মধ্যে যে আকাক্সক্ষা ছিল, তা হারিয়ে যাচ্ছে।