পথ শিশুদের মৌসুমী ফল উৎসব

67

বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গত ২৬ এপ্রিল শুক্রবার, চট্টগ্রামস্থ টাইগারপাস সিআরবি গোয়াল পাড়া বর্ণের ইশকুলে প্রায় ৮০ জন শিশুদের সাথে নিয়ে উদ্যাপন করা হয় মৌসুমী ফল খাওয়া উৎসব অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার দাশের সঞ্চালনায় এবং সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী শাহিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিষ্ট ড. মাসুম চৌধুরী এবং সূচনা বক্তব্য রাখেন বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, সূচনা বক্তব্যে তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার তাই সমাজ থেকে কোন শিশু যাতে অকালে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেজন্য সকলকে লক্ষ্য রাখতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মাসুম চৌধুরীর বক্তব্যে তিনি বলেন, প্রতিটা শিশুরই জন্মগত ভাবে রাষ্ট্রের কাছে কিছু অধিকার রয়েছে, যেমন শিক্ষা লাভ করা প্রতিটা শিশুর মৌলিক অধিকার, আর অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তার পাশাপাশি বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে পথ শিশুদের জন্য কাজ করে তা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস-চেয়ারম্যান এম এ জলিল, যোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুজ্জোহা আজাদ পলাশ, সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম শরীফ, ইঞ্জি. মো. রুবেল, রাজ দে। সভাপতিত্বের বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী শাহিন চৌধুরী তার সমাপনী বক্তব্যে সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করে ও সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি