পতেঙ্গা ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন

57

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কালোবাজারী ও মজুদধারীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও দেশের প্রধান খাদ্য চাউল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কারণে অসহায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ২৮ এপ্রিল রবিবার সকাল ১০টায় নগরীর দক্ষিণ পতেঙ্গা নিজাম মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পতেঙ্গা থানা শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী উপরোক্ত কথাগুলো বলেন। শায়ের মুহাম্মদ আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আবু ছাদেক রেজভী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য মাওলানা এইচ.এম রবিউল হাসান, মাওলানা মুহাম্মদ রবিউল আলম কাদেরী, মাওলানা জাকেরুল আলম। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির। নির্বাচন কমিশনার ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন যুবসেনা ৪১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ ছালেহ নুর, সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক দিদারুল আলম, মুহাম্মদ আনিস প্রমুখ। কাউন্সিলে আমিরুজ্জামানকে সভাপতি, আনোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আকবর হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি