পতেঙ্গায় মানবতার ফেরিওয়ালা’র ফ্রি ব্লাড গ্রুপিং

30

অনলাইনভিত্তিক সংগঠন মানবতার ফেরিওয়ালা আয়োজিত ও হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প গতকাল দিনব্যাপী মধ্যম পতেঙ্গা, রাজার পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সদস্য ও সংগঠনের উপদেষ্টা শাকিল হারুন। প্রধান অতিথি ছিলেন ৩৯, ৪০, ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর বেগম। বিশেষ অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিট পুুলিশিং কমিটি ১৩৩ এর সাধারণ সম্পাদক মাহাবুব আলম সুমন, ৪১নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ আহমদ, মো. মুহিন, মো. ফাহিম, মো. শিপু, মো. সাজু, মো. সুমন, মো. ফয়সাল, মো. সোহান, মো. বোরহান, মো. শাকিব, মো. ফরহাদ, মো. আজাদ, মো. সোহেল, মো. সিফাত, মো. মাহিম ও মো. শিহাব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রি ব্লাড গ্রুপিংএকটি মানব কল্যাণমূলক কাজ। এই কাজে অর্থ ও সময়ের প্রয়োজন হয়। ফ্রি ব্লাড গ্রুপিং করার ফলে সাধারণ মানুষ উপকৃত হবে। অসহায় মানুষকে রক্তদান করার পাশাপাশি জনসাধারণকে এই কাজে উৎসাহিত করা উচিত। এলাকাভিত্তিক সামাজিক সংগঠনের মাধ্যমে মানব কল্যাণমূলক কর্মসূিচ অব্যাহত থাকলে দেশ ও জাতি লাভবান হবে। বিজ্ঞপ্তি