পতেঙ্গায় চসিকের উদ্যোগে মুক্তিযোদ্ধার গৃহ নির্মাণ

41

দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের মাইজ পাড়ায় সিটি কর্পোরেশনের অর্থায়নে মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের ১তলা বিশিষ্ট গৃহ নির্মাণ কাজের আজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মো.আলাউদ্দিন। উদ্বোধন করেন সিটি মেয়রের পক্ষে ওয়ার্ড কাউন্সিলর ছালেহ্ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক এ এস এম ইসলাম, মুক্তিযোদ্ধা নূরুল আলম টেন্ডল, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নূরল আলম, মো. সেলিম, জানে আলম কন্ট্রাক্টর, শাকিল হারুন, সুজিত দাস, আবু তাহের, এস এম মহিউদ্দিন, মো.জাবেদ হোসেন, কামরুল ইসলাম রাশেদ, মো.লোকমান হাকিম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু ইউসুফ তাহেরী।
উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, সহকারী প্রকৌশলী মো.আশিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আলী ও আবু তৈয়ব। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন অবহেলিত ছিল। একাত্তরে রণাঙ্গানে জীবন বাজি রেখে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের দিকে বিগত সরকারে থাকা কেউই ফিরে তাকায়নি।
বঙ্গবন্ধু তনয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাদের জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে চলেছেন। গৃহহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে ২৬ লক্ষ টাকা ব্যয়ে ১তলা বিশিষ্ট গৃহ নির্মান উল্লেখযোগ্য কাজ। তারা বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরী, শিক্ষা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিনামূল্যে চিকিৎসা সহ কল্যাণমুখি পদক্ষেপ গ্রহন করেছেন। সভা শেষে কাউন্সিলর মহোদয় মাটি কেটে গৃহ নির্মান কাজের উদ্বোধন করেন। খবর বিজ্ঞপ্তির