পতাকা করে জয়

26

যুদ্ধশেষে বিজয় বেশে
খুশিতে রঙ মাখা,
বাঁজিয়ে বাঁশি মধুর হাসি
রঙিন ছবি আঁকা ।
পাখিরা হাসে, ফুলেরা হাসে
ময়না ধরে গান
জড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে
খুশির কলতান ।

উঁচিয়ে হাতে পতাকা ধরে
খুশিতে অন্তর
স্বদেশ পেয়ে সব পেয়েছি
আলোতে ভরে ঘর ।
মুজিব ছিল হৃদয় মাঝে
সরিয়ে ডর-ভয়,
বীরেরা লড়ে একাত্তরে
পতাকা করে জয়।