পটিয়া কলেজে রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন

46

স্বেচ্ছায় রক্তদান মানবিক অনুভূূতি জাগায়। এটি তৈরি হয় সামাজিক দায়বদ্ধতা থেকে। রক্তদান করা মানে মানবতার কল্যাণে পাশে থাকা। এক ব্যাগ রক্তদানে বেঁচে যেতে পারে একটি পরিবারের একমাত্র আয় উপার্জনের বাহকের জীবন। পটিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম এসব কথা বলেন।
গত ১২ মার্চ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট পটিয়া সরকারি কলেজ ইউনিটের আয়োজনে কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের অধ্যাপক মো. আবদুস সালাম হাওলাদার’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, ফাতেমা বেগম রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. মিনহাজ উদ্দিন তাহের, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন। উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজের শিক্ষক সমন্বয় পরিষদ সম্পাদক নাঈম উদ্দিন, দলনেতা আবুল হাছান সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কলেজ ইউনিটের যুব সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট পটিয়া সরকারি কলেজ ইউনিটের সাবেক দলনেতা নয়ন শর্মা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে ফাতেমা বেগম রক্তকেন্দ্র। বিজ্ঞপ্তি